৪ বছরের লড়াই শেষে মুক্তি
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১১:৫৫
বেশভূষায় মনে হয় ষাটের দশকের কোনো নায়ক। কোমরে হাত। নায়কোচিত ভাব নিয়ে একটা অটোরিকশায় দাঁড়িয়ে আছেন। প্রথম দেখায় ঠিক চেনা যায় না। কারণ, এভাবে আগে তাঁকে দেখা যায়নি, তিনি তারিক আনাম খান। ২০১৯ সালের ডিসেম্বরে তাঁর এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেন পরিচালক অনন্য মামুন। এ ছবি ঘিরেই আলোচনায় আসে ‘মেকআপ’। সেই সিনেমাকে পরে প্রদর্শনের অযোগ্য বলে রায় দেয় তৎকালীন সেন্সর বোর্ড। চার বছর পর সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। আজ ২৩টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মেকআপ’।
পরিচালক অনন্য মামুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘সিনেমাটি নিয়ে চার বছরের জার্নি ছিল যুদ্ধের মতো। পৃথিবীর কোনো দেশে সিনেমাকে নিষিদ্ধ করে না। সেখানে আমাদের সামাজিক ছবিটি নিষিদ্ধ করা হয়।’