‘ইত্যাদি’র অনুষ্ঠানে দর্শকদের হাতাহাতি, ২ ঘণ্টা বন্ধ থাকল শুটিং

ডেইলি স্টার প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০৬

অতিরিক্ত দর্শকের ভিড় ও তাদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়ছুড়িতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাজবাড়ী গ্রামে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র শুটিং প্রায় দুই ঘণ্টা ব্যাহত হয়েছে।


রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিউল হাসান শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান রাজা টঙ্কনাথের রাজবাড়ী প্রাঙ্গণে আয়োজকরা স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রায় চার হাজার দর্শকের বসার ব্যবস্থা করেছিলেন।


সেই অনুযায়ী, আয়োজক ও জেলা প্রশাসন দর্শকদের আমন্ত্রণপত্র বিতরণ করে। কিন্তু দুপুর থেকেই হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করে। শুটিংয়ের সময় ঘনিয়ে এলে, আমন্ত্রিত নয় এমন হাজারো মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও