![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/germany-migrants-20240901173020-20250111210220.jpg)
জার্মানিতে আশ্রয়ের আবেদন কমেছে এক-তৃতীয়াংশ
২০২৪ সালে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদনকারীদের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তর জানিয়েছে, এই বছর মোট ২ লাখ ২৯ হাজার ৫৭১টি আশ্রয়ের আবেদন জমা পড়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় এই বছর আশ্রয়ের আবেদন সংখ্যা ৩০ দশমিক ২ শতাংশ কমেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।
২০২৪ সালে যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের মধ্যে সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্কের নাগরিকদের সংখ্যাই বেশি। আর আবেদন জমা পড়ার ক্ষেত্রে জার্মানির পর রয়েছে স্পেন, ফ্রান্স এবং ইতালি।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার জানিয়েছেন, আমরা অনিয়মিত অভিবাসন কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। সীমান্তে নজরদারি বাড়ানোর মাধ্যমে পাচারের রাস্তাগুলো বন্ধ করা সম্ভব হয়েছে।