অস্পষ্টতা ও উদ্বেগ আমলে নিয়ে সবার সঙ্গে আলোচনার তাগিদ
গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস পার হলেও আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে হওয়া হয়রানিমূলক মামলাগুলো বাতিল হয়নি। সরকার মামলা বাতিলের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এমন অবস্থায় ভুক্তভোগীরা মামলা বাতিলসহ, রাষ্ট্রের ক্ষমা চাওয়া এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া নিয়ে যে অস্পষ্টতা ও উদ্বেগ আছে, তা আমলে নিয়ে সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪: রাষ্ট্রীয় নিবর্তনব্যবস্থা বহাল ও ভুক্তভোগীদের বয়ান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ভয়েস ফর রিফর্ম ও ডিএসএ ভিক্টিম নেটওয়ার্ক আজ শনিবার এ আলোচনা সভার আয়োজন করে। হয়রানিমূলক এসব মামলায় গ্রেপ্তার কয়েকজন সেখানে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া শিক্ষা পাঠ্যক্রম নিয়ে সমালোচনা করায় তিন মাসের বেশি সময় জেল খেটেছিলেন বলে উল্লেখ করেন ভুক্তভোগী মোহাম্মদ আল আমিন হোসেন। তিনি বলেন, তাঁর সঙ্গে আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন। যাঁদের ফেসবুকের নিয়ন্ত্রণ পুলিশ নিয়ে নেয় এবং বিভিন্ন পোস্টও দেয়। তিনি বলেন, যারা এগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে, হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।
বিনা পরোয়ানায় গ্রেপ্তার হওয়ার কথা জানিয়ে আরেক ভুক্তভোগী ইশরাত জাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২ বছর ৭ মাস কারাবাসের পরও তিনি জানেন না পুলিশ তাঁকে কেন গ্রেপ্তার করেছিল। তাঁর বিরুদ্ধে পুলিশ কোনো অভিযোগই বের করতে পারেনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাইবার নিরাপত্তা
- আইসিটি আইন