হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া, অবস্থা সংকটজনক
হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া। একাধিক বলিউড সিনেমা ও হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ টিকু। আন্দাজ আপনা আপনা, স্পেশাল ২৬, দেবদাস, উত্তরণ সহ একাধিক সিনেমায় ও টিভি নাটকে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন টিকু। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
জানা গেছে, অত্যন্ত সংকটজনক অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন এই জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।
থিয়েটার থেকেই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন টিকু তালসানিয়া।
তারপর বলিউডে পা। প্রথম থেকেই কমেডি চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন তিনি। গুজরাটি থিয়েটারে মূলত অভিনয় করতেন টিকু। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পাল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন টিকু।