হলিউডের আগুনে ঘর হারালেন যে তারকারা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:১২
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। বাদ যায়নি সেখানকার রুপালি পর্দার তারকারাও। এখন পর্যন্ত হলিউডের বেশ কয়েক তারকার বসতবাড়ি দাবানলে ভস্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভয়াবহ এ দাবানলে নিজেদের জীবন বাঁচাতে স্থাপত্যের মায়া ছেড়ে, এক কাপড়েই বের হয়ে পড়েছেন হলিউড তারকারা; হারিয়েছেন তাদের প্রিয় বাড়ি!
তাদের মধ্যে আছেন মার্কিন তারকা প্যারিস হিলটন, টম হ্যাংক্স, বেন অ্যাফ্লেক, মারিয়া শিভার, মেল গিবসন, পিট লি, মেলিসা ক্লেয়ার ইগান, অ্যান্টনি হপকিন্স, মাইলস টেলার, কেলি টেলার, টিনা নোলসসহ অনেকে। বাড়ি হারিয়ে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে তাদের মাঝে। সামাজিক মাধ্যমে তারা সেখানকার পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন, হয়ে পড়েছেন আবেগপ্রবণ ।
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন
- দাবানল
- ভয়াবহ দাবানল