You have reached your daily news limit

Please log in to continue


অবশেষে মুক্তি পাচ্ছে মোশাররফ-পার্নোর সিনেমা

প্রথম কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রের বিপরীতে জুটি হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন গুণি অভিনেতা মোশাররফ করিম। তাদের নিয়ে ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছি ২০২২ সালে। এরপর বেশ অনেকটা সময় কোনো আলোচনায় ছিল না ছবিটি। তবে সুখবর হলো পর্দায় আসতে চলেছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

এ ছবির প্রথম পোস্টার উন্মোচিত হয়েছে। এটি উন্মোচন করেন মোশাররফ করিম। পোস্টারে দেখা গেছে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা মোশাররফ ও পার্নো জুটিকেই।

নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করহ হয়। দেয়া হয় মুক্তির তারিখ ঘোষণাও।

এ সময় জানানো হয় ছবিটি আগামী ২৪ জানুয়ারী দেশের সকল সিনেপ্লেক্সসহ আরও কিছু হলে মুক্তি পেতে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন