ছবি সংগৃহীত

বই রাখুন বুকসেলফে

Fahud Khan
লেখক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:২১
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:২১

আজকের দিনে বুকসেলফ শুধু বই রাখার কোন আসবাব নয়। ঘরের কর্নার বা বড় দেয়ালের সৌন্দর্যের একটি অংশও বটে! প্রচলিত ডিজাইন ছেড়ে নতুন ডিজাইন করা বুকসেলফই এখন সবার পছন্দ। এই বুকসেলফগুলো যেমন ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলে, তেমনি বই খোঁজার বিড়ম্বনাকেও কমিয়ে আনে। চাইলে ঘরের দেয়াল বা কর্নারের মাপ অনুযায়ী এ বুকশেলফগুলো তৈরি করে নিতে পারেন। নান্দনিক এসব বুকশেলফ তৈরিতে দেশি উপকরণ যেমন বাঁশ, বেত বা কাঠের ব্যবহার করতে পারেন। আবার চাইলে দেয়ালের এক-তৃতীয়াংশজুড়েও এ বুকশেলফগুলো তৈরি করিয়ে নিতে পারেন। এ ছাড়া পার্টিক্যাল বোর্ড দিয়েও বুকশেলফ বানাতে পারেন। এ ছাড়া বানাতে পারেন ইনফিনিটি বুকশেলফ। এটি দেখতে ইংরেজি ৮-এর মতো। বানাতে পারেন বৃত্তাকার বুকশেলফ, বেঞ্চসহ বুকশেলফ, চেয়াররূপী বুকশেলফ, পালস বুকশেলফ, রোবোট আকৃতির বুকশেলফ, বিভিন্ন কার্টুন আকৃতির বুকশেলফ, ইকুয়েশন বুকশেলফ, আঁকাবাঁকা বুকশেলফ, কাঁচ আবরণের বুকশেলফ বা কাঠ ও কাচের বুকশেলফ বা আলমারি ইত্যাদি। বুকসেলফ শুধু বই সাজানোর জন্যই ব্যবহার হয় না। এর পাশাপাশি বিভিন্ন শোপিস সাজিয়ে রাখা সহ ঘরের টুকিটাকি জিনিসের স্টোররুম হিসাবেও ব্যবহার হয়। তাই আপনার পছন্দের বুকশেলফ ডিজাইনের সময় এই বিষয়গুলো মাথায় রাখা খুব জরুরী। কোথায় কত দাম : শুধু বোর্ড বুকশেলফ বানাতে চাইলে প্রতি পিস বোর্ডের দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ব্রাদার্স ফার্নিচার, হাতিল, আফতাব ফার্নিচার, পারটেক্স ও অটবিতে বোর্ডের তৈরি বুকসেলফের দাম পড়বে ৫ হাজার ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। কাচের তৈরি বুক শেলফের দাম পড়বে ৬ হাজার থেকে ২২ হাজার টাকা। এর চেয়েও কম দামে কিনতে পারেন রাজধানীর গ্রিন রোড সংলগ্ন দোকানগুলোতে। যেতে পারেন পল্টন, দৈনিক বাংলার মোড়, এয়ারপোর্ট, গুলিস্তান ও রামপুরার আসবাবপত্রের দোকানে। এখানকার বুকশেলফগুলোর দাম পড়বে ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা।