
অসময়ে চুল পাকলে যা করবেন
যুগান্তর
প্রকাশিত: ২২ মে ২০২৫, ২১:৩৬
মানসিক চাপ আর ভারসাম্যহীন খাদ্যাভ্যাসের কারণে মানুষের অকালে চুল পেকে যায়। এ প্রবণতা বেড়েই চলেছে। শুধু তাই নয়; নানা ধরনের রাসায়নিকের কারণেও মানুষের অসময়ে চুল পেকে যায় এবং চুল ক্ষতিগ্রস্ত হয়। তাই অকালে চুল পাকা রোধ করতে চাইলে আগে থেকেই সচেতন হতে হবে।
চলুন জেনে নেওয়া যাক— কীভাবে এই অসময়ে চুল পাকলে তার প্রতিকার পাওয়া যাবে। সেই সম্পর্কে করণীয় কী।
আপনি প্রতিদিন নিয়ম করে হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনিং আয়রন ও কার্লিং আয়রনের ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং রঙ্গক কোষের ক্ষতি হতে পারে। সেই সঙ্গে চুলের রঙ, ব্লিচ ও রাসায়নিক চিকিৎসা মেলানিনের অবনতি ঘটিয়ে চুলের অকালে পেকে যাওয়ার কারণ হতে পারে।
তাপ প্রয়োগ করে চুলের স্টাইলিং কমিয়ে প্রাকৃতিক বা ভেষজ চুলের পণ্য ব্যবহার করুন। স্টাইলিংয়ের আগে তাপ সুরক্ষাকারী স্প্রে প্রয়োগ করুন চুলে।