কয়েক প্রজন্মের স্মৃতি জমা হচ্ছে যেখানে

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৫, ২১:১৩

সারা দিনের ট্রেন্ডিং ও ভাইরাল সব ভিডিওতে ভর্তি ফেসবুক ফিড। রিলস দেখতে দেখতে আঙুল ও চোখ ভীষণ ক্লান্ত। তারপরও স্ক্রল করছি তো করছিই! হঠাৎ ফিডে এল পুরোনো দিনের একটা ভিডিও। ভগ্নিপতিকে ডাব এগিয়ে দিতে দিতে এক তরুণ জিজ্ঞেস করছেন, ‘দুলাভাই, তয় কী মাছ আনুম?’


দুলাভাই একটু ভেবে বললেন, ‘ইলিশ মাছ আনিস।’ পরের দৃশ্যেই দেখা যাচ্ছে রাতে ঘরের দাওয়ায় দুলাভাই আয়েশ করে খেতে বসেছেন, কিন্তু তাঁর মুখে রাজ্যের বিরক্তি, ‘উহহু! এত ঝাপসা আলো, কাটাকুটা কিছুই দেহি না।’ তখন বৈঠকখানার বাতিটি এনে লাগানো হলো দাওয়ায়। এরপর দুলাভাইয়ের মুখে সন্তুষ্টির হাসি, ‘আহ্! কী তামশা। সব কী ফকফকা! ও মানিক, কী বাত্তি লাগাইলি?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও