
ছবি সংগৃহীত
এই গরমে ঘরকে ঠান্ডা রাখার ৭টি উপায়
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৪, ১০:৫৬
আপডেট: ২৩ এপ্রিল ২০১৪, ১০:৫৬
আপডেট: ২৩ এপ্রিল ২০১৪, ১০:৫৬
(প্রিয়.কম)-গরমে সবারই জীবন অতিষ্ট। যাদের সামর্থ্য আছে তাঁরা তো এসি কিনে ফেলেছেন ঘরের জন্য। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তাদের সারা দিনই বেশ খারাপ কাটছে গরমের যন্ত্রণায়। তাই তাঁরা খুঁজছেন প্রাকৃতিক ভাবেই ঘরকে কিছুটা হলেও ঠান্ডা রাখার উপায়। কিছু বিশেষ উপায় অনুসরণ করলে ঘরকে কিছুটা হলেও ঠান্ডা রাখা যায়। আসুন জেনে নেয়া যাক ঘরকে ঠান্ডা রাখার ৭টি উপায়

ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিবেন না
গরমের সময় সকালের কিংবা দুপুরের কড়া রোদ কিছুতেই ঘরে প্রবেশ করতে দেবেন না। ভারী পর্দা দিয়ে জানালা ডেকে রাখুন যেন রোদ প্রবেশ করতে না পারে। ঘরে সূর্যের আলো প্রবেশ করলে ঘর গরম হয়ে যায় এবং সারাদিন সেই তাপ ঘরের ভেতরে থাকে। ফলে গরমে অতিষ্ট হয়ে যায় জীবন।সন্ধ্যার পর জানালা খুলে পর্দা সরিয়ে দিন
সকাল বেলা ভারী পর্দা দিয়ে জানালা ঢেকে রাখলেও বিকেলের পরে পর্যা সরিয়ে দিন। এতে ঘরের ভেতরে বাতাস চলাচল করতে পারবে এবং ঘরের ভেতর আটকে থাকা তাপ কমে যাবে। ফলে ঘর ঠান্ডা হয়ে যাবে।ঘরের ভেতরে গাছ রাখুন
ঘর ঠান্ডা রাখতে চাইলে ঘরের ভেতরে প্রচুর গাছ লাগিয়ে রাখুন। সবচাইতে ভালো হয় যদি জলজ উদ্ভিদ লাগিয়ে দিতে পারেন। শাপলা, পদ্ম, টোপা পানা জাতীয় জলজ উদ্ভিদ গুলো ঘরকে ঠান্ডা রাখতে সহায়তা করে।কম বাতি জ্বালিয়ে রাখুন
ঘরকে ঠান্ডা রাখতে হলে ঘরের অপ্রয়োজনীয় বাতি গুলো নিভিয়ে রাখুন। ঘরের অপ্রয়োজনীয় বাতি গুলো জ্বালিয়ে রাখলে ঘর গরম হয়ে থাকে। আর ঘরে যদি ফ্লোরোসেন্ট বাতি থাকে তাহলে সেগুলোকে বদলে এনার্জি সেভিং বাতি লাগিয়ে নিন। তাহলে ঘর অপেক্ষাকৃত কম গরম হবে এবং বিদ্যুৎ শক্তির অপচয় হবে না।রান্না ঘরের দরজা বন্ধ রাখুন
রান্না করার সময় রান্নাঘরের জানালা ও রান্নাঘর সংলগ্ন বারান্দা থাকলে সেটার দরজা খুলে দিন। এরপর ঘরের সাথে সংযুক্ত রান্নাঘরের দরজাটা বন্ধ করে রাখুন। এতে রান্নাঘরে উৎপন্ন হওয়া তাপ ঘরের ভেতরে ঢুকবে না এবং ঘর গরম হবে না।অহেতুক কম্পিউটার বা ল্যাপটপ ছেড়ে রাখবেন না
কাজ না থাকলে কম্পিউটার ও ল্যাপটপ বন্ধ করে রাখুন। কম্পিউটার ও ল্যাপটপ প্রচুর তাপ উৎপন্ন করে যা ঘরকে গরম করে ফেলে। তাই ঘর ঠান্ডা রাখতে চাইলে অপ্রয়োজনে এসব প্রযুক্তি পন্য চালিয়ে না রাখাই ভালো।সারাদিনে কমপক্ষে দুইবার ঘর মুছে ফেলুন
ঘরকে ঠান্ডা রাখতে হলে সারাদিনে কমপক্ষে দুইবার ঘর মুছে ফেলুন। দুপুর বেলা একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ঘরটাকে ঠান্ডা পানি দিয়ে মুছে নিলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে যায়।
২ মিনিট আগে
১১ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
১১ ঘণ্টা, ৪০ মিনিট আগে
১২ ঘণ্টা, ২৫ মিনিট আগে
১২ ঘণ্টা, ২৬ মিনিট আগে
১৭ ঘণ্টা, ৪ মিনিট আগে
১৭ ঘণ্টা, ৫ মিনিট আগে
২০ ঘণ্টা, ৪৮ মিনিট আগে
২০ ঘণ্টা, ৫০ মিনিট আগে
২২ ঘণ্টা, ২৩ মিনিট আগে
২২ ঘণ্টা, ২৫ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৫১ মিনিট আগে