You have reached your daily news limit

Please log in to continue


শুধু তেল-শ্যাম্পু নয়, চুল ভালো রাখতে দরকার যে ৫ প্রাকৃতিক অভ্যাস

চুল পড়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, ঘাম ও তৈলাক্ততার কারণে দিন দিন আরও বিপর্যস্ত হয়ে উঠছে মাথার ত্বক। এসব সমস্যা থেকে মুক্তি পেতে দামি তেল, শ্যাম্পু ব্যবহার করেছেন অনেকেই। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না? গবেষকদের মতে, কেবল প্রসাধনী নয়, চুল ভালো রাখতে চাইলে প্রতিদিনের জীবনযাপনে আনতে হবে কিছু স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবর্তন। সম্প্রতি ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, সঠিক পুষ্টি, ঘুম এবং যত্নই চুলের দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করতে পারে।

চলুন, জেনে নিই চুল ভালো রাখার ৫টি কার্যকর অভ্যাস।

খাবারের প্লেটে রাখুন প্রোটিন ও বায়োটিন
চুলের গোঁড়া মজবুত রাখতে প্রোটিন ও বায়োটিন অপরিহার্য। ডিম, মাছ (বিশেষ করে কাতলা, পমফ্রেট, ইলিশ), বাদাম ও নানা বীজজাত খাবারে থাকে এই পুষ্টি উপাদানগুলো। এছাড়াও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চুলকে করে আরও প্রাণবন্ত।

রোজমেরি অয়েলের ব্যবহার
রোজমেরি তেল মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি ও চুলকানির মতো সমস্যা কমায়। নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমতে পারে। অ্যালার্জির সমস্যা থাকলে ব্যবহারের আগে সতর্ক থাকুন।

খাদ্যতালিকায় রাখুন আয়রন ও জিংক
নতুন চুল গজাতে ও কোলাজেন তৈরি করতে আয়রন দরকার।মুরগি, ডাল, ছোলা, তিসি, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, আলু ও মাশরুমে পাওয়া যায় প্রচুর আয়রন ও জিংক—যা চুলের স্বাস্থ্য রক্ষায় সহায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন