মানসিক বিকাশে বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলুন, আরও আছে যে উপকারিতা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৯:৪৮

ছোটবেলায় লুকোচুরি খেলেননি এমন মানুষ খুব কমই আছে। কাউকে হারিয়ে ফেলে আবার খুঁজে পাওয়ায় যে আনন্দ, তা এই খেলা দিয়েই বোঝা যেত। কিন্তু জানেন কি, সামান্য ওই খেলার মাধ্যমেই আপনার মস্তিষ্ক বিকাশের সুযোগ পেয়েছে? তাই শত ব্যস্ততার মাঝেও নিজের সন্তানের সঙ্গেও এই খেলা খেলবেন। 


চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের সঙ্গে পিকাবু (লুকোচুরি) খেলার পরামর্শ দেন। কারণ এই খেলার অনেক উপকারিতা রয়েছে। যা সহজে চোখে পড়ে না। নীরবে সাহায্য করতে পারে। এটি নিছক খেলা নয়। এতেই লুকিয়ে সুস্থতার চাবিকাঠি। 


বাচ্চাদের সঙ্গে যে কারণে লুকোচুরি খেলা উচিত


১. অনেক শিশুর মধ্যে দেখা যায়, সামাজিক পরিসরে ঠিক করে মিশতে পারছে না। না তারা কথা বলে, না হাসালে হাসে। সে ক্ষেত্রে চিকিৎসক এই খেলাটি খেলার পরামর্শ দেন। এর ফলে অন্য একটি মানুষের সঙ্গে বোঝাপড়া করে, সমন্বয় রেখে চলার প্রশিক্ষণ হয়। এই খেলা মস্তিষ্ককে সক্রিয় রাখতে পারে।


২. লুকোচুরি খেলতে খেলতে শিশুর মনে বিস্ময় তৈরি হতে থাকে। সে বোঝার চেষ্টা করে, সামনের মানুষটি কী করবেন এর পর। অন্যের মন বুঝে চলার ক্ষমতা তৈরি হয় শিশুদের মধ্যে। এর মাধ্যমে অনেক সময়ে নিজেকে অন্যের জায়গায় বসিয়ে ভাবার চেষ্টাও করে ছোটরা। তাই এই খেলা খুবই উপকারী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও