You have reached your daily news limit

Please log in to continue


গরমে কেমন জুতা পরলে স্টাইলের সঙ্গে পাবেন স্বস্তিও

কনকনে শীত হোক কিংবা প্রচণ্ড গরম, পায়ে থাকা চাই জুতসই জুতা। তা না হলে সাজগোজ মাটি। বিশেষ করে গরমে ফুরফুরে থাকতে ফিনফিনে পোশাকের সঙ্গে ফুটওয়্যারও ঠিকঠাক হওয়া প্রয়োজন। 

চলুন জেনে নেই, এই গরমে কেমন জুতো পরতে পারেন?

মিউলস

পরনে কুর্তি-লেগিংস থাক কিংবা জিনস-টপ, পায়ে মিউলস মানিয়ে যাবে। যেমন ফ্যাশনেবল দেখতে, তেমনই কমফোর্টেবল। তাছাড়া এ ধরনের জুতা পরার সবচেয়ে সুবিধাজনক দিক হলো পায়ের পাতা ঢাকা থাকে। ফলে রোদে বেরোলেও ট্যান পড়ার বিশেষ ভয় থাকে না।

স্নিকার্স

ইদানীং নতুন কনের পরনে থাকে বেনারসি, পায়ে স্নিকার্স। বোঝা যাচ্ছে যে স্নিকার্সের জনপ্রিয়তা অনেক সীমা ছাড়িয়ে গেছে। তাই গরমেও পরতে পারেন স্নিকার্স। তাছাড়া স্নিকার্স নিঃসন্দেহে কমফোর্টেবল। যেকোনো ধরনের পোশাকের সঙ্গে বেশ মানানসই।

লেদার স্ট্র্যাপ স্যান্ডালস

পায়ে বাতাস খেলবে এই জুতো পরলে। স্ট্র্যাপ দেওয়া এই জুতাগুলো দেখতে তো শৌখিন বটেই, সেই সঙ্গে আরামদায়কও। শাড়ি, কুর্তা, লং স্কার্ট, র্যাপারের সঙ্গে বেশ ভালো যাবে এই জুতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন