
জাতীয় বিশ্ববিদ্যালয় : অনিয়মের সিঁড়ি বেয়ে নির্মাণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি। খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ইচ্ছেমতো’। নিরীক্ষার তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দুই অর্থবছরে এই বিশ্ববিদ্যালয়ে ১০টি অনিয়মে সরকারের আর্থিক ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৬১৭ টাকা।
বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অধীন শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এসব অনিয়ম ও আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে। প্রতিবেদনে ওই টাকা আদায়ের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব সম্পর্কিত ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের এই অডিট ইন্সপেকশন রিপোর্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে পাঠানো হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০২২-২৩ অর্থবছরে। নির্মাণে অনিয়ম পাওয়া ভবনগুলো হলো সিনেট অ্যান্ড আইসিটি ভবন, ডরমিটরি ভবন, স্টাফ কোয়ার্টার অ্যান্ড অফিসার্স কোয়ার্টার ভবন।