শিশুর ত্বকে অলিভ অয়েল ব্যবহার করলে কী হয়?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ মে ২০২৫, ২১:১৫

শিশুকে ম্যাসাজ করা কেবল প্রশান্তিদায়ক নয়; এটি এমন একটি অভ্যাস যার শিকড় বিভিন্ন সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। অলিভ অয়েলের মতো প্রাকৃতিক তেলের ব্যবহার আপনার শিশুর ত্বককে পুষ্টি জোগাতে এবং সাধারণ সুস্থতা বৃদ্ধিতে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক, শিশুর শরীরে অলিভ অয়েল ব্যবহার করলে কী উপকারিতা পাওয়া যায়-


১. ত্বককে ময়েশ্চারাইজ করে


শিশুদের ত্বক এত সংবেদনশীল যে যত্ন সহকারে পরিচালনা করা প্রয়োজন।  অলিভ অয়েল ভিটামিন ই এর সঙ্গে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বককে গভীরভাবে আর্দ্রতা দেয় এবং শুষ্কতা দূর করে। নিয়মিত  অলিভ অয়েল ম্যাসাজ করলে শিশুর ত্বক নরম এবং কোমল থাকে যার ফলে ফুসকুড়ি এবং জ্বালা হওয়ার সম্ভাবনা যথেষ্ট কমে যায়।


২. সুস্থ বৃদ্ধি এবং বিকাশ


অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করলে রক্ত ​​সঞ্চালন উদ্দীপিত হয় এবং পেশীর স্বাস্থ্য উন্নত হয়, যা শিশুর শারীরিক বিকাশে অবদান রাখে। মৃদু স্ট্রোক পেশীগুলোকে শিথিল করতে, নমনীয়তা উন্নত করতে এবং হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে, সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে।


৩. প্রশান্তি দেয়


উষ্ণ অলিভ অয়েল ম্যাসাজ শিশুকে শিথিল করে এবং শিশুকে আরও ভালো ঘুমাতে সাহায্য করে। একটি প্রশান্তিদায়ক স্পর্শ অক্সিটোসিন নিঃসরণ বাড়িয়ে তোলে, যা ভালোবাসার হরমোন নামেও পরিচিত। যা মায়ের কাছ থেকে শিশুর সঙ্গে সুরক্ষা এবং বন্ধন নিশ্চিত করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও