কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দোষীদের শাস্তি নিশ্চিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মানবজমিন প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এর আগে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায় আসে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদের ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভিপি নুর পরপর দুইদিন ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছেন। বগুড়ায় তাকে সহ পরিষদের ১৪ জনকে মারধর করে ছাত্রলীগ। ভিডিও ফুটেজ দেখে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে বগুড়ায় ভিপি নুরের ওপর হামলাকারীদের শনাক্ত করেছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল মানববন্ধনে সে তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী হামলায় অংশ নেন- বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাকভির ইসলাম খান ও প্রচার সম্পাদক মো. মুকুল ইসলাম। মানববন্ধনে হাসান আল মামুন বলেন, ডাকসুর ভিপির ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত ছাত্রলীগ আমাদের ওপর যতগুলো হামলা চালিয়েছে তার একটিরও বিচার হয় নি। ডাকসু ভিপিসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করা না হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, কলেজ ইউনিট থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি। যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সন্ত্রাসীরা একের পর এক আমাদের ওপর হামলা করছে। কিন্তু সে হামলার বিচার আমরা পাচ্ছি না। তিনি অনতিবিলম্বে ডাকসুর ভিপির ওপর হামলার বিচার দাবি করেন। ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, ৩০শে জুন থেকে ডাকসু ভিপির ওপর যত হামলা হয়েছে তার একটিরও বিচার হয়নি। এই অবস্থা চলতে থাকলে সাধারণ ছাত্ররা মাঠে নেমে আপনাদের মুখোশ উন্মোচন করে দেখিয়ে দিবে কিভাবে শাস্তি দিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও