ঢাকায় শীত আরও বাড়বে না কমবে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকা পোষ্ট ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ২২:২২

গত দু’দিন ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে কনকনে ঠান্ডার সঙ্গে ধূসর কুয়াশায় দিনভর মেঘাচ্ছন্ন ছিল আকাশ। সন্ধ্যা নামতেই যেন আরও জেঁকে বসেছে শীত, কুয়াশাও তার চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতিতে। রাতে রাজধানীর কোথাও কোথায় ঝিরি ঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে অনেকে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।


পৌষের শেষভাগে এসে শীতের এ আধিপত্য রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কতদিন থাকতে পারে? এমন প্রশ্নে ‘সুখবর’ দিলো আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক।


রাত ৮টার দিকে তিনি ঢাকা পোস্টকে বলেন, আশা করা যাচ্ছে চলমান শীতের প্রকোপ শনিবার (৪ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে। আগামীকাল সূর্যের দেখা মিলতে পারে। ফলে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়বে।


উত্তরের জনপদের মতো রাজধানীতে এ মাসে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা রয়েছে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, আবহাওয়ার সিনপটিক অবস্থায় এখন পর্যন্ত তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও