২ বছর পর আবার উন্মুক্ত হচ্ছে চট্টগ্রামের জাতিসংঘ পার্ক

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৮

সংস্কার প্রকল্পের কাজ শেষ হওয়ার প্রায় তিন মাস পর আজ শুক্রবার বিকেলে জনসাধারণের জন্য উন্মুক্ত হতে চলেছে চট্টগ্রামের জাতিসংঘ পার্ক।


তবে শুরুতে পার্কটি প্রতিদিন অল্প সময়ের জন্য খোলা থাকবে, কারণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় পার্কটি দেখাশোনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের অনুমোদন এখনো দেয়নি। 


যতদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই পার্কের জন্য প্রয়োজনীয় জনবলের অনুমোদন না দিচ্ছে, ততদিন পর্যন্ত এর দেখাশোনার জন্য কর্তৃপক্ষ অন্যান্য পার্ক থেকে কিছু কর্মীকে নিয়ে এসে দায়িত্ব দিয়েছে।  


এই পার্কের কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) কর্মকর্তারা জানিয়েছেন, কর্মী স্বল্পতার কারণে পার্কটি প্রাথমিকভাবে প্রতিদিন তিন ঘন্টা খোলা থাকবে।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সকালে পার্কটি উদ্বোধন করবেন বলে পিডব্লিউডির চট্টগ্রামের কর্মকর্তারা জানিয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও