ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে : হাসান হাফিজ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৩

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশে মিডিয়ায় আমার দেশ নিয়ে অতিরঞ্জিত করে সংবাদ উপস্থাপন করছে। তারা একটি ছোট ঘটনাকে বড় করে দেখাচ্ছে। সীমান্তে রক্ত ঝড়ছে, আমরা এ রক্ত চাই না।

আমরা ভারতের কাছে কৃতজ্ঞ, কারণ তারা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। কিন্তু আমরা বন্ধুত্ব চাই সাম্য, ন্যায্য ও সমতার ভিত্তিতে। 


শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৩৯ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কবি হাসান হাফিজ বলেন, আমরা সীমান্তে ফেলানির মতো কোনো লাশ দেখতে চাই না।

আমরা সৎ প্রতিবেশী হয়ে উঠতে সমস্যাটা কোথায়? ভারত মেডিক্যাল ও পর্যটন ভিসা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমাদের সাময়িক অসুবিধা হচ্ছে। ভারতের কি সুবিধা হচ্ছে? সেখানেও প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশে যদি পেঁয়াজ রপ্তানি না হয়, মহারাষ্ট্রের কৃষকরা আন্দোলন করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও