এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা ও আজ শুক্রবার ভোরে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী।
সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরুতর আহত ব্যক্তির নাম অমিত (২৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।