চীনে বন্ধ ‘বিং’ | কালের কণ্ঠ
আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই চীনে বন্ধ হয়ে গেছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। ফলে দেশটিতে বসবাসকারীরা
আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই চীনে বন্ধ হয়ে গেছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। ফলে দেশটিতে বসবাসকারীরা
বুধবার চীনে বন্ধ করা হয়েছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুনচীনে জনপ্রিয় মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং বৃহস্পতিবার বন্ধ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শংকিত যে, সেন্সরের কারণে সর্বশেষ বিদেশী ওয়েবসাইটও বন্ধ হতে পারে।ব্যাবহারকারীরা বুধবার সিএন.বিং.কম সাইটে যাওয়ার জন্য চেষ্টা করার পর ব্যবহারকারীদের কাছে একটি ইরোর বার্তা গিয়েছিলো। যা চিনের বহু ব্যবহিৃত বিখ্যাত বিদেশী সার্চ ইঞ্জিন ছিলো।সার্চ ইঞ্জিন বিং বন্ধ হওয়ার কয়েক ঘন্টা পর মাইক্রোসফটের মুখপাত্র একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, ‘সম্প্রতি চীনে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং বন্ধ করে দেয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য তৈরি হচ্ছি।’চীনের কমিউনিস্ট কর্তৃপক্ষ একটি অনলাইন সেন্সরশিপ যন্ত্রপাতি পরিচালনা করে যা "গ্রেট ফেয়ারওয়াল" নামে পরিচিত। তারা জানায় যা ফেসবুক, টুইটার এবং কয়েকটি বিদেশী মিডিয়া আউটলেটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেয়।কিন্তু বন্ধ হওয়া ওয়েবসাইটগুলির তালিকাটিতে বিং কি যুক্ত ছিলো কিনা তা পরিষ্কার না। অথবা এটি চীনের সার্ভিসের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীনও হতে পারে। কারন চীনে সার্চ ইঞ্জিনের মধ্যে সেন্সর ছিলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন