বিশ্বে র‌্যানসামওয়্যার নির্ভর মুক্তিপণ কমেছে এক তৃতীয়াংশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২

ভুক্তভোগীরা সাইবার অপরাধীদের অর্থ দিতে অস্বীকার করায় ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা এদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোয় গত বছর র‍্যানসমওয়্যারের মাধ্যমে মুক্তিপণ প্রদানের পরিমাণ এক-তৃতীয়াংশেরও বেশি কমে ৮১ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে এক পরিসংখ্যানে।


২০২৪ সালে যুক্তরাজ্যের এনএইচএস ট্রাস্ট ও ডোনাট উৎপাদক মার্কিন কোম্পানি ‘ক্রিসপি ক্রিম’সহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলার পর এ ধরনের সাইবার হামলার পরিমাণ কমে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।


এসব হামলায় সাধারণত কম্পিউটার বা ডেটাতে ব্যবহারকারীদের প্রবেশ আটকে দেয় এবং তা উদ্ধারের জন্য অর্থ দাবি করে হ্যাকাররা।


বুধবার র‍্যানসমওয়্যার পেমেন্টের তথ্য প্রকাশ করেছে গবেষণা কোম্পানি ‘চেইনালিসিস’।


কোম্পানিটি বলেছে, গত বছর র‍্যানসমওয়্যারের মাধ্যমে অর্থ দেওয়ার পরিমাণ আগের বছরের রেকর্ড একশ ২৫ কোটি ডলার থেকে কমে এসেছে। অর্থ দেওয়ার পরিমাণ সবচেয়ে বেশি কমেছে বছরের দ্বিতীয়ার্ধে, যা সাইবার অপরাধীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ও অর্থ দিতে রাজি না হওয়ারই প্রতিফলন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও