মিডজার্নির এআই ব্যবহার করবে মেটা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ১৩:৫১

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা নতুন এক চুক্তি করেছে। এ চুক্তি হয়েছে জেনারেটিভ এআই ল্যাব মিডজার্নির সঙ্গে। মিডজার্নির “অ্যাস্থেটিক টেকনোলজি” এখন ব্যবহার করবে মেটা। এ প্রযুক্তি কাজে লাগানো হবে মেটার ভবিষ্যতের এআই মডেল ও পণ্যে।


মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং জানিয়েছেন, উভয় প্রতিষ্ঠানের গবেষণা টিম একসঙ্গে কাজ করবে। এক্স (সাবেক টুইটার)–এ তিনি লিখেছেন, “আমরা মিডজার্নি নিয়ে ভীষণ মুগ্ধ। সেরা পণ্য তৈরি করতে আমরা সেরা প্রতিভা, শক্তিশালী কম্পিউটার রোডম্যাপ এবং শীর্ষ শিল্প অংশীদারদের সঙ্গে কাজ করছি।”


এআই বাজারে প্রতিযোগিতা এখন তীব্র। ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগলের শক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মেটা চায় তাদের পণ্যে ভিজ্যুয়াল মানের দিক দিয়ে ভিন্নতা আনতে। এই চুক্তি সেই প্রচেষ্টার অংশ।


এই প্রযুক্তি যুক্ত হলে মেটা নতুন ফিচার চালু করতে পারবে। কনটেন্ট তৈরির খরচ কমবে এবং বিজ্ঞাপন হবে আরও আকর্ষণীয়। ব্যবহারকারীর অংশগ্রহণও বাড়বে।


মেটা সম্প্রতি তাদের এআই কার্যক্রম নতুনভাবে সাজিয়েছে। সব কার্যক্রম এখন Superintelligence Labs–এর অধীনে চলছে। তাদের সর্বশেষ ওপেন–সোর্স মডেল লামা ৪ খুব বেশি সাড়া পায়নি। পাশাপাশি কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠান ছেড়ে গেছেন। এখন মিডজার্নির সঙ্গে অংশীদারিত্ব মেটার জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও