![](https://media.priyo.com/img/500x/https://techtrendbd.com/wp-content/uploads/2025/02/Google-Photos.jpg)
গুগল ফটোসে আসছে নতুন ফিচার: AI ওয়াটারমার্ক যুক্ত হবে ছবিতে
www.techtrendbd.com
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮
গুগল ফটোস ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার আনছে, যা ছবিগুলিতে AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে কিনা তা চিহ্নিত করতে সাহায্য করবে। এই নতুন ফিচারের মাধ্যমে গুগল ফটোসের ম্যাজিক এডিটরে তৈরি বা রিম্যাজিন টুল দিয়ে সম্পাদিত ছবিগুলিতে SynthID নামক একটি বিশেষ ওয়াটারমার্ক যুক্ত করা হবে। এই ওয়াটারমার্কটি ছবির মেটাডেটায় যুক্ত হবে এবং ব্যবহারকারীরা এটি সহজেই দেখতে পারবেন। এছাড়াও, বিশেষ টুলস ব্যবহার করেও এই ওয়াটারমার্ক সনাক্ত করা যাবে। এই পদক্ষেপটি AI ব্যবহার করে তৈরি ডিপফেক বা ভুয়া ছবির প্রভাব কমাতে সাহায্য করবে।