আইফোন ১৭-তে যেসব পরিবর্তন আসতে পারে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১

সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭। তবে আইফোন ১৬ লঞ্চ হওয়ার পরই নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আইফোন ১৭ নিয়ে। আসন্ন আইফোন ১৭ সম্পর্কে কিছু তথ্য এরই মধ্যে ইন্টারনেটে ঘোরাফেরা করছে। কোয়ালিটির পাশাপাশি আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো-এর ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।


টেক বিশেষজ্ঞরা মনে করছেন, আইফোন ১৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে।


প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজ লঞ্চ করে অ্যাপল। সেই অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অনুমান করা হচ্ছে, ১৩ বা ১৫ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে আইফোন ১৭ সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করবে অ্যাপল।


ডিজাইনে চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আইফোন ১৭ এয়ার হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। এই সিরিজের সব মডেলেই প্রিমিয়াম গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি। লুক বদলে যাবে অনেকটা। ওজনও আগের চেয়ে হালকা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও