![](https://media.priyo.com/img/500x/https://static.bonikbarta.com/original_images/25_GJ1oC0i.jpg)
শিগগিরই এআই সহকারীর মতো কাজ করবে গুগল সার্চ
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১
টেক জায়ান্ট গুগল তাদের সার্চ পরিষেবায় ভিন্ন কিছু চেষ্টা করে দেখছে। ২০২৫ সালে গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। গুগলের সর্বশেষ আয় প্রতিবেদনসংক্রান্ত আলোচনায় তিনি সার্চকে একটি এআই ‘যাত্রার’ অংশ হিসেবে বর্ণনা করেছেন, যা কেবল শুরু হয়েছে। খবর টেকক্রাঞ্চ।