![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/rbi-20250208083750.jpg)
অনলাইন জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫
ভারতে হু হু করে বাড়ছে অনলাইন আর্থিক জালিয়াতি। প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে এবার কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)। সমস্ত ব্যাংককে ‘.bank.in’ ডোমেইন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এপ্রিল থেকেই এটি চালু হবে। এর ফলে গ্রাহকরা সহজেই বৈধ ও ভুয়া ব্যাংক ওয়েবসাইট চিহ্নিত করতে পারবেন।
গত শুক্রবার ‘মানিটারি পলিসি কমিটি’র বৈঠকে এ ঘোষণা দেন সদ্য নতুন গভর্নরের দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় মালহোত্রা।
তিনি জানান, সাইবার সুরক্ষাকে আরও মজবুত করার প্রয়োজনীয়তা রয়েছে। যেভাবে অনলাইনে জালিয়াতির শিকার হতে হচ্ছে গ্রাহকদের তা উদ্বেগের বিষয়। ব্যাংক গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন ডোমেইন বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি নতুন ডোমেইনের ঘোষণা করেন। এখন থেকে সমস্ত ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানার শেষে ‘.bank.in’ লিখতে হবে।