জেনে শুনে বিষ পান করছি!

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে- ‘আমি, জেনে শুনে বিষ করেছি পান। প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ।’ এটি তার বিখ্যাত 'মায়ার খেলা' নাটক থেকে নেওয়া একটি গান, যেখানে প্রেমে পড়ে আত্মাহুতি দেওয়ার আকুতি, বিরহ আর তীব্র প্রেমের জ্বালা প্রকাশ পেয়েছে, যেখানে প্রেমিক জেনে শুনেও বিষ পান করে এবং শুধু দূরে যেতে পারে না, বরং প্রেমিকার কাছে আত্মসমর্পণ করে সেই দহন সহ্য করে, কারণ যতই আঘাত পাক, ততই তার তৃষ্ণা বাড়ে।


একই অবস্থা হয়েছে আমাদের বায়ু দূষণের কারণে। আমরা বাঁচার জন্য যে শ্বাস নিচ্ছি তা যেন বিষ পান করারই নামান্তর। কারণ এ অঞ্চলে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে বায়ু দূষণের কারণে। এ থেকে আমাদের সহজে মুক্তি নেই। আমরা জানছি, বুঝছি কিন্তু সহায় আত্মসমর্পণ করা ছাড়া কিছুই যেন করার নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও