কাগজে কমলেও মাঠপর্যায়ে মূল্যস্ফীতির প্রভাব এখনো তীব্র

bonikbarta.com আশানুর রহমান প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১০

২০২৫ সাল প্রায় শেষ। ক্যালেন্ডারের পাতা বদলাতে না বদলাতেই আমরা হঠাৎ টের পাই, একটি পুরো বছরকে পেছনে ফেলে যাচ্ছি। বছরটি যেন শুধু সময়ের একটি টুকরো নয়; বরং রাজনৈতিক টানাপড়েন, আন্তর্জাতিক সংঘাত, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকট, বাজারের উত্থান-পতন, ব্যাংক খাতের ভঙ্গুরতা আর মানুষের জীবনের হাহাকারের সমষ্টি। পৃথিবীর বেশির ভাগ দেশের মতোই অনিশ্চয়তার ঢেউ বাংলাদেশকেও আঘাত করেছে। তবে আমাদের ক্ষেত্রে সেই ঢেউয়ের সঙ্গে মিশেছে ভেতরের বহুদিনের সঞ্চিত দুর্বলতা ও অস্থিরতার স্রোত।


২০২৫ সালের অর্থনীতিকে তাই আমি দেখি এক দুরূহ পরীক্ষার বছর হিসেবে। এর একদিকে সংকটের আঁধার, অন্যদিকে সম্ভাবনা ও পুনর্গঠনের ক্ষীণ আলো। দীর্ঘমেয়াদি ঝড়ের পর সমুদ্র শান্ত হয়েছে বটে, কিন্তু সামনে এগোনোর জন্য যে পাল, যে দাঁড়, যে নাবিক; সবই যেন খানিকটা ক্লান্ত, ছিন্ন আর অনিশ্চিত। অর্থনীতি ডুবে যায়নি বটে, ভেসে আছে। তবে এখনো সাঁতরে কূলে উঠতে পারেনি। এ ভেসে থাকা আর এগিয়ে যাওয়ার মাঝামাঝি কোথাও যেন আমরা অবস্থান করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও