কাগজে কমলেও মাঠপর্যায়ে মূল্যস্ফীতির প্রভাব এখনো তীব্র
২০২৫ সাল প্রায় শেষ। ক্যালেন্ডারের পাতা বদলাতে না বদলাতেই আমরা হঠাৎ টের পাই, একটি পুরো বছরকে পেছনে ফেলে যাচ্ছি। বছরটি যেন শুধু সময়ের একটি টুকরো নয়; বরং রাজনৈতিক টানাপড়েন, আন্তর্জাতিক সংঘাত, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকট, বাজারের উত্থান-পতন, ব্যাংক খাতের ভঙ্গুরতা আর মানুষের জীবনের হাহাকারের সমষ্টি। পৃথিবীর বেশির ভাগ দেশের মতোই অনিশ্চয়তার ঢেউ বাংলাদেশকেও আঘাত করেছে। তবে আমাদের ক্ষেত্রে সেই ঢেউয়ের সঙ্গে মিশেছে ভেতরের বহুদিনের সঞ্চিত দুর্বলতা ও অস্থিরতার স্রোত।
২০২৫ সালের অর্থনীতিকে তাই আমি দেখি এক দুরূহ পরীক্ষার বছর হিসেবে। এর একদিকে সংকটের আঁধার, অন্যদিকে সম্ভাবনা ও পুনর্গঠনের ক্ষীণ আলো। দীর্ঘমেয়াদি ঝড়ের পর সমুদ্র শান্ত হয়েছে বটে, কিন্তু সামনে এগোনোর জন্য যে পাল, যে দাঁড়, যে নাবিক; সবই যেন খানিকটা ক্লান্ত, ছিন্ন আর অনিশ্চিত। অর্থনীতি ডুবে যায়নি বটে, ভেসে আছে। তবে এখনো সাঁতরে কূলে উঠতে পারেনি। এ ভেসে থাকা আর এগিয়ে যাওয়ার মাঝামাঝি কোথাও যেন আমরা অবস্থান করছি।
- ট্যাগ:
- মতামত
- মূল্যস্ফীতি