ঢাকায় যখন নতুন আলুর কেজি ৬০ টাকা আর হিমাগারের আলু ৩০ টাকার কমে বিক্রি হচ্ছে, তখন শ্রীলঙ্কায় এক কেজি আলু ৫০০ রুপিতেও মিলছে না। কেন?
গত ২৮ নভেম্বর শ্রীলঙ্কার স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় দিতওয়া। এরপর তিন দিন ধরে ভারী বৃষ্টি এবং ঝোড়ো বাতাসে দেশটির ২৫টি জেলা প্লাবিত হয়েছে। শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বিদ্যুৎ–বিভ্রাট এবং যোগাযোগব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত দেখা দিয়েছে। বহু বছর দেশটির মানুষ এমন ধ্বংসযজ্ঞ দেখেনি। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩৩৬ জন।
এদিকে পাহাড়ধসের ঝুঁকি এখনো বলবৎ থাকায় জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি আছে। স্থানীয় লোকজন ‘আশ্রয়কেন্দ্রে’ গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন।