ডেঙ্গু: একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০ রোগী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ২১:৪১

দেশে একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে।


গত একদিনে মৃত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১০ বছর বয়সী ওই মেয়ে শিশুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া অগাস্ট মাসের ২৪ তারিখ পর্যন্ত ৩২ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।


স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩২ জনে।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। অগাস্টের ২৪ দিনে হাসপাতালে গিয়েছেন ৭৬৫২ জন রোগী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও