You have reached your daily news limit

Please log in to continue


ঘর সজ্জায় ফিরছে পুরানো ধারা

সময়ের সাথে সাথে ঘর সাজানোর ধারাও বদলায়। কখনও নতুন ধারার প্রভাবে পুরানো সাজসজ্জা হারিয়ে যায়, আবার কখনও সেই পুরানো ধারা নতুন রূপে ফিরে আসে।

বর্তমানে ঘর-নকশাবিদরা এমনই কিছু সাবেকি আমলের সাজসজ্জার ধারা নতুনভাবে উপস্থাপন করছেন।

ঐতিহ্যবাহী পর্দা ও রডের নকশা

অনেক সময় ঘরের জানালার সাজসজ্জায় কম গুরুত্ব দেওয়া হয়। সাধারণত মানুষ পরিষ্কার ও সাদাসিধে নকশার রড বা পর্দা বেছে নেয় যাতে ঝামেলা কম হয়।

তবে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যান্ডি চেং ডিজাইন-এর প্রতিষ্ঠাতা ও প্রধান গৃহসজ্জাকর ম্যান্ডি চেং বলেন, “একটু ঐতিহ্যবাহী ছোঁয়া ঘরের ব্যক্তিত্ব বাড়াতে পারে।”

তার কথায়, “পুরানো ধরনের অলঙ্কৃত রড ব্যবহার বিশেষ সৌন্দর্য আনে।”

এ ধরনের রডের প্রান্তে থাকছে শৈল্পিক নকশার ‘ফিনিয়াল’, যা ঘরে এনে দেয় রাজকীয় আবেদন।

পর্দার কাপড়ও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলেল নকশার চিন্টজ, টয়েল কাপড় কিংবা সূক্ষ্ম লেসের কাপড় ঘরে এনে দেয় উষ্ণতা ও রুচিশীলতা।

ম্যান্ডি মনে করেন, “জানালার জন্য এই ধরনের কাপড় বাছাই করলে তা শুধু আলো-ছায়া নিয়ন্ত্রণই নয়, বরং ঘরের সামগ্রিক সৌন্দর্যেও বিশেষ মাত্রা যোগ করে।”

ওয়ালপেপার বর্ডার – দেয়ালের সহজ অথচ ভিন্নধারার সাজ

১৯৮০ ও ১৯৯০-এর দশকে ওয়ালপেপার বর্ডার প্রায় প্রতিটি ঘরের পরিচিত অংশ ছিল। পুরো দেয়াল ওয়ালপেপার দিয়ে ঢাকার পরিবর্তে কেবল ওপরের বা মাঝের অংশে নকশা করা বর্ডার লাগানো হতো।

নতুন যুগের শুরুর দিকে এই ধারা কিছুটা পুরানো মনে হলেও,

কানাডার টরন্টো-ভিত্তিক গৃহসজ্জাকর আলেকজান্দ্রা গেটার মনে করেন- সময় এসেছে এটিকে আবার ফিরিয়ে আনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন