
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া যেন বারবার ফিরে আসা এক দুঃস্বপ্ন! বাংলাদেশে ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি অসুখ নয়—এটি প্রায় সারা বছর চলমান এক জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। কিন্তু সংকট যতটা দীর্ঘমেয়াদি, সরকারের প্রস্তুতি ততটাই অস্থায়ী ও খণ্ডিত। তার ওপর বাড়ছে চিকিৎসার খরচ, ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি।
বছর দেড়েক আগে এক গবেষণা থেকে জানা যায়, ডেঙ্গু চিকিৎসায় প্রত্যেক রোগীর গড় খরচ প্রায় ১৯ হাজার টাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা মুগদা হাসপাতালের মতো সরকারি প্রতিষ্ঠানে গড় ব্যয় যেখানে ২৪ থেকে ৩০ হাজার টাকার মধ্যে, সেখানে বেসরকারি হাসপাতালে তা আরও অনেক বেশি। এই ব্যয় সামলানো একজন শ্রমজীবী, নিম্নমধ্যবিত্ত বা সীমিত আয়ের মানুষের জন্য কঠিন। এ রকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ডেঙ্গু এখন নাগরিক জীবনের জন্য শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, বরং এক বিশাল অর্থনৈতিক বোঝাও হয়ে উঠেছে।