
ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, দাম চড়া
চলছে ইলিশের ভরা মৌসুম। এরপরও বরিশালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর এবং ব্যবসায়ীদের তথ্যমতে, গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক উৎপাদন কমেছে ৮-১০ মণ। এর প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০ টাকা।
গত মঙ্গলবার নগরীর পোর্ট রোড মোকাম ঘুরে দেখা গেছে, ইলিশের দাম বেশ চড়া। এরপরও ক্রেতার চোখ ইলিশের দিকেই। নগরীর নিউ সার্কুলার রোডের চাকরিজীবী মাসুদ আহমেদ বলেন, ‘বর্ষাতেও ইলিশের দাম কমেনি। মাঝারি সাইজের দুটি ইলিশ কিনেছি দেড় হাজার টাকায়। অথচ এমন দিনও গেছে, একই সাইজের এক হালি ইলিশ পাওয়া গেছে ৮০০ থেকে হাজার টাকায়।’
জানতে চাইলে বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের লিয়া এন্টারপ্রাইজের আড়তদার নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার মোকামে প্রায় ৭০ মণ ইলিশ আমদানি হয়েছে। এর আগের দিন সোমবার হয়েছিল ৬০ মণ। মঙ্গলবার এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৩৫০ টাকায়। এলসি (৯০০ গ্রাম) সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৫০ টাকায়। আর ৫০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
বিপরীতে গত বছরের জুনের শেষে এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৭৫০ টাকায়। এলসি সাইজের ইলিশ ১ হাজার ৫৫০ টাকায়, আর ৫০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছিল বলে জানান ব্যবসায়ী নাসির।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাজারে ইলিশের চড়া দাম