সরাসরি গুলির নির্দেশ হাসিনার
দ্য ডেইলি স্টারের মাসব্যাপী অনুসন্ধানে উঠে এসেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নির্দেশ দেওয়ার পরেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বেড়ে যায়। যাচাইকৃত ফোনালাপেও আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে হাসিনার নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
২০২৪ সালের ২৭ জুলাই বিকেলে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ঢাকার জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটের (নিটোর) একটি পডিয়ামের সামনে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন শেখ হাসিনা। আট মিনিটের আবেগঘন বক্তব্যের মধ্যে প্রায় ১৪ সেকেন্ড তিনি কিছুই বলেননি।
তার মুখে বিষণ্নতার ছাপ—যেন ১৬ জুলাই থেকে শুরু হওয়া রক্তপাতের ভার তাকে চেপে ধরেছে। সেদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ, রংপুরের আবু সাঈদসহ প্রাণ হারান ছয়জন।
হাসিনা যখন নিটোরের এই মঞ্চে, তার আগের দুই সপ্তাহে সারা দেশে অন্তত ১৬২ জন নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে। দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে উঠে এসেছে, তাদের অনেকেই নিহত হয়েছেন সামরিক প্রাণঘাতী অস্ত্রের গুলিতে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলির নির্দেশ