
ফেনী সীমান্তে মধ্যরাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, আহত ১
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মিল্লাত হোসেন (২১)। তিনি পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত মো. আফছার (৩১) ওই এলাকার এয়ার আহম্মদের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩এস অতিক্রম করে তারকাটারের কাছে চলে যান মিল্লাত হোসেন ও মো. আফছার। এ সময় তাঁদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এ ঘটনায় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়৷ হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আফসার ওই হাসপাতালে চিকিৎসাধীন।