
জুলাই হত্যার বিচার শুরু আগস্টে
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হতে পারে আগস্টে। এসব মামলায় ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলাও রয়েছে। বাকি তিনটির একটি রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পোড়ানোর মামলা। অন্য মামলাটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা।
আগস্টে দুটি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। আর অপর দুটি মামলা চার্জ গঠন পর্যায়ে আছে। বিচারসংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু ঠিক থাকলে এ দুটি মামলারও চার্জ গঠন হতে পারে আগস্টে। এসব মামলায় শেখ হাসিনাসহ ৫৭ জন আসামি রয়েছেন। মামলার ফরমাল চার্জে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।
প্রসিকিউশন সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম-খুন-নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ এসেছে ৪৩০টি। এখন পর্যন্ত যে ২৭টি মামলা হয়েছে, এর মধ্যে ২৩টি বিবিধ মামলা বা মিস কেস। আর চারটি মিস কেস নিয়মিত মামলায় রূপ নিয়েছে। এসব মামলায় শেখ হাসিনাসহ ২০৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ৭৩ জনকে। এখনো পলাতক ১৩২ জন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার বিচার