
‘হাত বাড়িয়ে’ দেওয়া সবাইকে মাইলস্টোনের ‘কৃতজ্ঞতা’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৮:৫৯
ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সহযোগিতার ‘হাত বাড়িয়ে’ দেওয়া সবাইকে ‘আন্তরিক কৃতজ্ঞতা’ জানিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি বলেছে, “দুর্ঘটনার প্রথম থেকে এ পর্যন্ত উদ্ধার, যোগাযোগ, সেবা, চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে যারা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেসব ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
"আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সব গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি, যারা মর্মান্তিক এ ঘটনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে সবার দৃষ্টিগোচর করেছেন।"
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃতজ্ঞতা
- কৃতজ্ঞতা প্রকাশ