You have reached your daily news limit

Please log in to continue


১৫ বছরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

জুলাই গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে দলটি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের হামলায় নিহত ব্যক্তিদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের তালিকা তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মো. মোফাজ্জল হোসেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রতিটি ঘটনা তদন্তের অনুরোধ জানায় আবরার ফাহাদের পরিবার। একই সঙ্গে তাঁরা আবরার হত্যা মামলার বিচারকাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন