
উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ মাইলস্টোন স্কুলের আরেক শিক্ষার্থী চলে গেল, মৃত্যু বেড়ে ৩০
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৭:৩০
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০ জন হলো।
সর্বশেষ মাহাতাব উদ্দিন ভুইয়া (১৩) মাইলস্টোন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তাঁর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভুঁইয়া।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, আগুনে মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থীর মৃত্যু