
সাজেকের পথে ৩ স্থানে পাহাড় ধস, আটকা ৫ শতাধিক পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে যানচলাচল বন্ধ হয়ে সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়েছেন পাঁচ শতাধিক পর্যটক।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম এলাকার এই ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
ঘটনাস্থলে উপস্থিত সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, “বুধবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় ভোরের দিকে তিনটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক থেকে মাটি সরানোর কাজ চলতেছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, “স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কে ধসে পড়া মাটি সারানোর কাজ করছেন। বড় ধরনের ধস হয়েছে ফলে সড়ক থেকে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।”
এদিকে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুর্বণ দেব বর্মণ জানান, “পাহাড় ধসের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। সড়ক স্বাভাবিক হলে তারা ফিরবেন।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাহাড় ধস
- পর্যটক আটকা