You have reached your daily news limit

Please log in to continue


অন্তর্বর্তী সরকার কতটা সবার হতে পারছে

প্রধান উপদেষ্টা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পদত্যাগ করতে পারেন, এমন একটি খবর সম্প্রতি রাজনীতিতে বেশ উদ্বেগের জন্ম দেয়।

এর পরিপ্রেক্ষিত সম্পর্কে প্রথম আলোয় প্রকাশিত খবর থেকে জানা যায়, ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার প্রসঙ্গ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের বিষয়েও এখনো তেমন কিছু হলো না। তাহলে তিনি কেন থাকবেন। (প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা, প্রথম আলো, ২৩ মে ২০২৫) 

প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত পদত্যাগ না করলেও প্রশ্নটা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। ৯ মাসের বেশি সময় পার হলো, কিন্তু সংস্কারের অগ্রগতি নেই। প্রথম ছয়টি কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও এগুলো বাস্তবায়ন শুরু হয়নি। অনেক গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম অবস্থান। তবে সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি করার দায়িত্বও অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন