তিন ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি জাওয়াদের

দেশ রূপান্তর প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১৯:৫১

শ্রীলঙ্কা সফরে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশকে জয়ের পথে নিয়ে আসার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন জাওয়াদ আবরার। চতুর্থ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের এ ওপেনার। তার সেঞ্চুরিতে তিনশ পেরোনো পুঁজি তোলার পর শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচ সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।


কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৭.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৯ রান তুলে ফেরেন কালাম সিদ্দিকী আলিন। ১৯ রান করেন তিনি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম এদিন রানআউট হয়ে ফেরেন ২৩ রানে। এর পর রিজন হোসেনকে নিয়ে ১৩৫ রানের জুটি গড়েন জাওয়াদ। এর মধ্যেই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জাওয়াদ। তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করেন তিনি। রিজনের ব্যাট থেকে আসে ৮২ রান। এর পর মোহাম্মদ আবদুল্লাহর ৩২ ও সামিউন বাশির রাতুলের ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। রাসিথ নিমসারা নেন ৩ উইকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও