
ছিটকে গেছে তিন দল, প্লে-অফে যাবে কারা?
আইপিএলের ১৮তম আসরের রাউন্ড রবিন লিগ প্রায় শেষ হয়ে এসেছে। কোনো কোনো দল এরই মধে ১১টি ম্যাচ খেলে ফেলেছে। অধিকাংশই খেলেছে ১০টি ম্যাচ। এরমধ্যে কয়েকটি দলের প্লে-অফে খেলার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে এবারের আইপিএল থেকে।
এবারের আইপিএল থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাই সুপার কিংসের। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে আইপিএল শুরু করলেও মাঝপথে এসে নেতৃত্ব এসে বর্তেছে মহেন্দ্র সিং ধোনির ঘাড়ে।
কিন্তু দলটির এমনই অবস্থা যে, যেখান থেকে ধোনিও পারেননি তুলে আনতে। পুরো আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে চেন্নাই। যার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে তারা। হেরেছে ৮টিতে। ২ জয়ে ৪ পয়েন্ট। বাকি থাকা ৪ ম্যাচের সবগুলো জিতলেও মোট পয়েন্ট হবে ১২। এরই মধ্যে চারটি দল ১৩ বা তার বেশি পয়েন্ট অর্জন করেছে। ফলে চেন্নাইয়ের সম্ভাবনা শেষ।
বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেছে রাজস্থান রয়্যালসেরও। ১১ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে ৩টিতে। অর্জন ৬ পয়েন্ট। বাকি তিন ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১২; কিন্তু এই ১২ পয়েন্ট নিয়েও কোনো লাভ হবে না রাজস্থানের।