You have reached your daily news limit

Please log in to continue


শক্তিশালী দল নিয়ে জিম্বাবুয়ের মোকাবিলা করবে ইংল্যান্ড

মে মাসের তৃতীয় সপ্তাহে ইংল্যান্ড সফর করবে জিম্বাবুয়ে। ইংলিশদের বিপক্ষে খেলবে সাদা পোশাকের একটি ম্যাচ। গ্রীষ্মকালের সূচনা হওয়া ওই ম্যাচটি নিয়ে সতর্ক বেন স্টোকসরা। ক্রেইগ আরভিনদের বিপক্ষে একটি শক্তিশালী দলও সাজিয়েছে।

গতকাল ইংলিশদের ক্রিকেট বোর্ড জানিয়েছে ১৩ সদস্যের নাম। স্টোকসকে অধিনায়ক করা ওই টেস্টের একাদশে আছেন তারকা কয়েকটি নাম। দলে অভিষেকের অপেক্ষায় আছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখানো দুজন। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন জশ টাং।

ইংল্যান্ডের চলমান কাউন্টি মৌসুমে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এসেক্সের পেসার স্যাম কুক। উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স আগেও সাদা জার্সিতে ডাক পেয়েছেন। তবে সেবার চোটের কারণে মাঠে নামা হয়নি তার। এবার হয়ত অভিষেক হয়েও যেতে পারে।

লম্বা সময় পর এই সিরিজ দিয়ে দলে ফিরতে যাচ্ছেন জশ টাং। কাউন্টিতে ১৪ উইকেট নিয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন ফিরেছেন। দলে আছেন বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুটদের মতো তারকা। হ্যারি ব্রুক ও জেমি স্মিথও আছেন স্কোয়াডে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন