
টেন্ডুলকারকে ছাড়িয়ে সুদার্শানের রেকর্ড
এবারের আইপিএলে সাই সুদার্শানের ব্যাটে রানের জোয়ার চলছেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঝড়ো ইনিংসের পথে ভারতীয় ব্যাটসম্যান স্পর্শ করেছেন দুটি মাইলফলক, গড়েছেন রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে শুক্রবার সুদার্শান দুই হাজার রান পূর্ণ করেছেন ৫৪ ইনিংসে, ভারতের কোনো ব্যাটসম্যানের যা দ্রুততম আর গোটা বিশ্বে দ্বিতীয় দ্রুততম। ২০১১ সালে ৫৩ ইনিংসে দুই হাজারের ঠিকানায় পৌঁছে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার শন মার্শ।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের, লেগেছিল ৫৯ ইনিংস।
এদিন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দেড় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সুদার্শান। এখানেও তিনি ছাড়িয়ে যান টেন্ডুলকারকে।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেড় হাজার পূর্ণ করতে টেন্ডুলকারের লেগেছিল ৪৪ ইনিংস। সমান ইনিংস লেগেছিল রুতুরাজ গায়কোয়াড়েরও। সুদার্শানের লাগল কেবল ৩৫ ইনিংস।
আইপিএলে দেড় হাজার ছুঁতে ১০ ও টি-টোয়েন্টিতে দুই হাজার স্পর্শ করতে ৩২ রান প্রয়োজন ছিল এদিন সুদার্শানের। ৯ চারে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন গুজরাট টাইটান্সের ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার।