
হায়দরাবাদকে খাদের কিনারায় ফেলে দুইয়ে গুজরাট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৯:৪৬
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দাপুটে এক জয়ে পেয়েছে গুজরাট টাইটানস। ৩৮ রানের জয়ে টেবিলের দুইয়ে উঠেছে গেছে শুবমান গিলের দল। অন্যদিকে আইপিএল চলতি আসর থেকে কার্যত বিদায় হয়ে গেছে হায়দরাবাদের। যদিও কাজে-কলমে এখনো টিকে আছে প্যাট কামিন্সের দল।
আজ শুক্রবার ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিল আর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২২৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় গুজরাট। জবাবে ৬ উইকেটে ১৮৬ রান তুলতে পারে হায়দরাবাদ।
এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৪১০। যা আইপিএলের ইতিহাসে এই দলের মধ্যকার কোনো ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড।
আজ টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের উদ্বোধনী জুটিতে ৮৭ রান তোলেন দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন সুদর্শন (৪৩ বলে ৪৮)।