
পাকিস্তানকে হারিয়ে ইতিহাসগড়া সিরিজ জয় বাংলাদেশের
বাংলাদেশের নিশ্চিত জয়ের মঞ্চ প্রস্তুত। এমন এক ম্যাচ প্রায় ঘুরিয়েই দিয়েছিলেন ফাহিম আশরাফ। চার-ছক্কায় পাকিস্তানকে জয়ের একদম দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলেন তিনি। ৭ বলে তখন দরকার মাত্র ১৩। রিশাদ হোসেনের আগের বলেও ছক্কা মেরেছিলেন ফাহিম। পরের বলে বোল্ড।
শেষ ওভারে দরকার ১৩। মোস্তাফিজুর রহমানের করা ওই ওভারে প্রথম বলে চার হাঁকিয়ে আবারও বুক ধুকপুক বাড়িয়ে তোলেন আহমেদ দানিয়েল। পরের বলেও হাঁকিয়েছিলেন ছক্কার জন্য। তবে এবার মিডউইকেটে শামীম পাটোয়ারী ক্যাচ নেন। হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে পর পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে একের অধিক ম্যাচ খেলা টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাসও গড়েছে টাইগাররা।