আমরা যখন বড় হচ্ছিলাম তখন, তখনই বসন্তের বজ্রনির্ঘোষ আছড়ে পড়েছিল উত্তরবঙ্গের পাহাড়ে-জঙ্গলে। উচ্চকিত স্লোগানে মুখরিত তখন কলকাতা-তোমার বাড়ি আমার বাড়ি নকশালবাড়ি, খড়িবাড়ি। তরাইয়ের ছোট্ট তিনটি গ্রাম নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ির কৃষক অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করল।
আপনি মানুন না মানুন, একমত না হলেও এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে, নকশালবাড়ি রাজনীতি আজও নানা ধারায় বিভক্ত হয়েও শাসকশ্রেণির রাতের ঘুম কেড়ে নিতে সক্রিয়। ১৯৬৭ সালে নকশালবাড়ি নামের নেপালসংলগ্ন গ্রামে স্থানীয় ভূস্বামীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বামপন্থি কৃষক সভার নেতৃত্বে হাজার হাজার কৃষক ও চা শ্রমিক। তখন পশ্চিমবঙ্গে সবে ক্ষমতার মসনদে এসেছে সিপিআইএম নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি বসু।